চট্টগ্রাম : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি ও এতিমের টাকা আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের পুনর্বাসনের পাঁয়তারার বিরুদ্ধে এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে মিথ্যাচারকারীদের গ্রেফতারের দাবিতে শনিবার ইপিজেড চত্বরে অনুষ্ঠেয় সমাবেশ উপলক্ষে এক কর্মীসভা শুক্রবার বিকেলে দক্ষিণ হালিশহর আহমদিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন।
ইপিজেড থানা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী হারুনুর রশীদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী জহুর আহমদ কোম্পানী, কার্যনির্বাহী সদস্য নুরুল আলম, রোটারিয়ান মোঃ ইলিয়াছ, ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু তাহের, ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মোঃ নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী শফিউল আলম শফি, সাবেক কাউন্সিলর হাজী মোঃ আসলাম, এটিএম শামসুল আলম, ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন, ইপিজেড থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি শারমিন সুলতানা ফারুক, আওয়ামী লীগ নেতা হাজী মোঃ নুরুজ্জামান, মোঃ জাবের হোসেন, মোঃ ইলিয়াছ, মোঃ হারুন, আব্দুর রউফ, ইপিজেড থানা আওয়ামী লীগ নেতা সেলিম আফজল, ফরিদ উদ্দিন বাবর, জাকের আহমদ খোকন, লোকমান হাকিম, মোঃ ওয়াসিম, ৩৯নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সভাপতি নাছিমা আকতার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম সুজন বলেন, ‘বর্তমান ঐক্যজোটের নেতা ড. কামাল হোসেন বিএনপির সাথে ঐক্য করে নিজেই জনগণের কাছে মুখোশ উম্মোচন করেছেন। তিনি দলভাঙ্গা, নীতিহারা এবং দাগী খুনিদেরকে নিয়ে ঐক্যজোট করেছেন। ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত এবং এতিমের টাকা আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত আসামীদের পুর্নবাসনের জন্য তিনি বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে নেমেছেন।’
সুজন বলেন, আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদের ধারাকে স্তব্ধ করে দেওয়ার জন্য যুগে যুগে ষড়যন্ত্রকারীরা ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু তারা কখনো সফল হয়নি। এবারো তারা ব্যর্থ হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতীয়তাবাদী অসাম্প্রদায়িক জাতি চেতনার বিজয় হবেই।
তিনি আগামীকাল (শনিবার) বিকেল ৩টায় ইপিজেড চত্বরের গণসমাবেশকে জনসমুদ্রে পরিণত করার জন্য নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। উল্লেখ্য, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি