চট্টগ্রাম : অভিমানে যারা জাতীয় ঐক্যফ্রন্টে নেই, তারাও শিগগির ঐক্যফ্রন্টে যোগ দিবে বলে আশা প্রকাশ করেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ।
শনিবার (২৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রামে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় তিনি এ কথা বলেন।
ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা জাফরুল্লাহ বলেন, ১০ দিন অপেক্ষা করেন। এরপর দেখেন কী হয়৷ তড়িগড়ি করে তফসিল দিলেই অনেক কিছুই দেখতে পাবে সবাই।
আওয়ামী লীগ চট্টগ্রামে লালদীঘিতে জনসভার অনুমতি দিতে ভয় পায়। জনগণের ছায়া দেখে এতো ভয় কেন তাদের। তাদের কথা আর কাজে কোনো মিল নেই। বলেন ড. জাফরুল্লাহ।
একুশে/আরএইচ/এসসি