সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

স্বর্ণ চোরাচালান মামলায় একজনের সাত বছরের কারাদন্ড

| প্রকাশিতঃ ২১ অগাস্ট ২০১৬ | ৬:০১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে সোনা চোরাচালানের মামলায় মোহাম্মদ নাঈম নামে এক আসামীকে সাত বছরের কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শাহে নুর এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত মোহাম্মদ নাঈম চট্টগ্রামের ফটিকছড়ির জাহানপুরের বাসিন্দা আলী আহমদের ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মোহাম্মদ ফখরুদ্দিন জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে সাত বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদন্ড দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৩ মার্চ ওমান থেকে মোহাম্মদ নাঈম নামে এক ব্যক্তি চট্টগ্রাম আন্তর্র্জাতিক বিমানবন্দরে আসেন। এ সময় তার ব্যাগে তল্লাশি চালিয়ে ১৫টি সোনার বার উদ্ধার করে বিমানবন্দর কাস্টমস’র কর্মকর্তারা। এ ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় ২০০৮ সালের ১৯ জুন আদালতে চার্জশিট জমা দেয়। আদলত একই বছরের ১৮ আগস্ট অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। এ মামলায় ৮ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়।