সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

কর্ণফুলীতে টানেল নির্মাণের কাজ শুরু অক্টোবরে – ওবায়দুল কাদের

| প্রকাশিতঃ ২১ অগাস্ট ২০১৬ | ৭:৩৭ অপরাহ্ন

Obaidul Quaderচট্টগ্রাম: আগামী অক্টোবরের প্রথমদিকের যে কোনো দিন কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার বিকালে চট্টগ্রাম নগরীর মুসলিম হলে ২১ আগস্ট গ্রেনেড হামলার বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, অনেকে মনে করেছিল, কর্ণফুলী নদীতে টানেল হবে না; কিন্তু টানেল হচ্ছে। তিনদিনের সফরে আগামী ১০ অক্টোবর চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ আসবেন। এসময়ে চীনের প্রেসিডেন্ট ও বাংলাদেশের প্রধানমন্ত্রী যৌথভাবে টানেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রসঙ্গত চট্টগ্রামে কর্ণফুলী নদীর দুই তীরকে যুক্ত করতে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ নির্মাণ করতে চীনের সঙ্গে গতবছর চুক্তি করে সরকার। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে নয় হাজার কোটি টাকা। টানেল নির্মাণের কাজ পেয়েছে চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি)।