চট্টগ্রাম: সাপ্তাহিক মজুরি পেতে দেরী হওয়ায় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রামের আমিন জুট মিলের শ্রমিকরা।
রোববার বেলা ২টা থেকে এক ঘণ্টা নগরীর আতুরার ডিপোর কাছে মিলগেইট সংলগ্ন সড়ক ও চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন অবরোধ করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আমিন জুট মিল কর্তৃপক্ষ গত রোববার তাদের শ্রমিকদের আগের সপ্তাহের মজুরির চেক দেয়। তারা সেসব চেক ব্যাংকে জমাও দিলেও টাকা জমা হয়নি। একারণে সড়ক ও রেলপথ অবরোধ করেন শ্রমিকরা। এসময় শ্রমিকরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়মুখী একটি শাটল ট্রেনও আটকে দেন। পরে সংশ্লিষ্টরা মজুরি পরিশোধের ব্যবস্থা নিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।