মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

৬ নভেম্বর সোহরাওয়ার্দীতে ঐক্যফ্রন্টের কর্মসূচির ডাক

| প্রকাশিতঃ ২ নভেম্বর ২০১৮ | ২:১৩ অপরাহ্ন

একুশে ডেস্ক : ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার কর্মসূচি দিয়েছে ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

শুক্রবার (২ নভেম্বর) নয়াপল্টনের বিএনপির কেন্দীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী ৬ নভেম্বর জনসভা করার জন্য সোহরাওয়ার্দী উদ্যানের কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের এই জনসভা সামনে রেখে শনিবার বেলা ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হবে। ঐক্যফ্রন্টের জনসভার অনুমতি চেয়ে পুলিশের কাছেও চিঠি দেওয়া হয়েছে। গণপূর্ত বিভাগ বলেছে, পুলিশের অনুমতি পেলে তাদের কোনো আপত্তি নাই।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিজভীর সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, আবেদ রাজা, সাইফুল ইসলাম পটু উপস্থিত ছিলেন।

একুশে/ডেস্ক/এসসি