সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

| প্রকাশিতঃ ২২ অগাস্ট ২০১৬ | ৫:৪০ অপরাহ্ন

Yabaচট্টগ্রাম: নগরীতে আড়াই হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকালে বাকলিয়া থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ জসিম (২৫) ‍ও সৈয়দ আলম (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক আলী আসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে আড়াই হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা হয়েছে।