বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

মনোনয়নপত্র জমা দিলেন ড. হাছান মাহমুদ

| প্রকাশিতঃ ২৮ নভেম্বর ২০১৮ | ২:১২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম-৭ আসনে (রাঙ্গুনিয়া) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সাংসদ ড. হাছান মাহমুদ। তিনি দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক।

বুধবার (২৮ নভেম্বর)দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.ইলিয়াস হোসেনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।এসময় তার সাথে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ নিয়ে তৃতীয়বারের মতো নৌকার মাঝি হয়ে এই আসন থেকে সংসদ নির্বাচন করছেন।এর আগে ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।তার কয়েকমাস পরে তাকে পরিবেশ মন্ত্রণালয়ের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হয়।এর ছয়মাস পর পূর্ণমন্ত্রির দায়িত্ব পান তিনি। সর্বশেষ,২০১৪ সালের নির্বাচনের পর মন্ত্রীত্বের স্বাদ গ্রহণ না করলেও তিনি বন ও পরিবেশ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি পদে রয়েছেন।

২০০৮ সালের আগে ইউরোপে বসবাসকালীন ড.হাছান বৈদেশিক আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী হিসেবে নিজেকে প্রকাশ করতে সম্মত হন।এক -এগারোর সময় সময় দলের সিনিয়র অনেক নেতা যখন কারাগার কিংবা আত্মগোপনে তখন কারারুদ্ধ শেখ হাসিনার বিশ্বস্থ সিপাহশালার হিসেবে দায়িত্ব পালন করে দেশজুড়ে আলোচনায় আসেন তিনি।

একুশে/আরএইচ