
নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন দলের মনোনীত প্রার্থীরা। বুধবার (২৮ নভেম্বর) বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া শুরু হয়। একে একে আওয়মী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীরা মনোনয়পত্র জমা দেন। এসময় দলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-পাহাড়তলী-খুলশী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল নোমান বেলা ১২টার দিকে বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর এখনও লেভেল প্লইং ফিল্ড তৈরী হয়নি উল্লেখ করে সাংবাদিকদের নোমান বলেন, আমরা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। বিএনপি আলোচনা ও আন্দোলন দুটোতেই আছে। প্রশাসন ও নির্বাচন কমিশন এখনও সরকারের পদলেহী আচরণ করছে। তিনি দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
নির্বাচনী তফসীল ঘোষণার পর এখনও বিএনপির নেতা-কর্মীদের গায়েবি মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। নির্বাচনের এখনও সুষ্ঠ পরিবেশ নেই। এখনও লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে দাবি করেন তিনি।
একুশে/এসসি/আরএইচ
ছবি : আকমাল হোসেন