বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

মনোনয়নপত্র জমা দিলেন আমীর খসরু

| প্রকাশিতঃ ২৮ নভেম্বর ২০১৮ | ৪:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখোর পরিবেশে চট্টগ্রামে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন দলের মনোনীত প্রার্থীরা।

বুধবার (২৮ নভেম্বর) বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়। আওয়মী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীরা মনোনয়পত্র জমা দেন। এসময় দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী। দুপুর বারোটার পর তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর মনোনীত প্রাথীদের গুরুত্বের কথা উল্লেখ করে খসরু সাংবাদিকদের বলেন, বিগত দশ বছর গণতন্ত্র, বাক স্বাধীনতা, জনগণের প্রত্যাশা, আইনের শাসন ফিরিয়ে আনাসহ যারা আন্দোলন সংগ্রামে রাস্তায় ছিলেন, গণতন্ত্রকামী মানুষের পাশে ছিলেন তাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, একটি আসনে দুই-তিনজনকে প্রার্থী দেওয়া হয়েছে। তার মানে এই না যে সেখানে অনিশ্চয়তার কিছু আছে। মনোনয়ন দেওয়া হয়েছে মুলত একজনকে। বাকীরা সার্পোটিং হিসেবে থাকবে।

আমীর খসরু বলেন, ২০১৪ সালে আওয়ামী লীগ যে কাজটি করেছিল এবার তা পুনরাবৃত্তি হচ্ছে কী না সে আশংকা মানুষের মধ্যে আছে। জনগণকে বাইরে রেখে প্রশাসন, নির্বাচন কমিশনসহ সবাইকে নিয়ন্ত্রণে রেখে সরকার নির্বাচন করতে চায়। জনগণকে বাইরে রেখে ক্ষমতায় যাওয়ার সরাকারের যে প্রক্রিয়া তা জনগণের কাছে পরিস্কার হয়ে গেছে।

তিনি আরো বলেন, আজ আইনের শাসনকামী মানুষ, বাক স্বাধীনতাকামী মানুষ, গণতন্ত্রকামী মানুষ একদিকে। অন্যদিকে গণতন্ত্র বিরোধী, স্বাধীনতা। বাংলাদেশের মানুষ আজ নিরাপত্তা, বাক স্বাধীনতা, গণতন্ত্রসহ আইনের শাসনের পক্ষে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছ।

একুশে/এসসি/আরএইচ

ছবি : আকমাল হোসেন