বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

মিরসরাইতে মনোনয়নপত্র জমা দিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ

| প্রকাশিতঃ ২৮ নভেম্বর ২০১৮ | ৪:৩০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ মিরসরাইতে মনোননয়পত্র জমা দিলেন চট্টগ্রাম-১(মিরসরাই)আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার (২৮ নভেম্বর) মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ রুহুল আমিনের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।এসময় দলের নেতা-কর্মীরা তার সাথে ছিলেন।

আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই প্রেসিডিয়াম সদস্য স্বাধীনতার পর প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৭৩ সালে। এরপর যথাক্রমে ১৯৮৬, ১৯৯৬, ২০০৮ এবং ২০১৪ সালে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

সংসদ সদস্য থাকা কালে আওয়ামী লীগের প্রবীণ এই নেতা ১৯৯৬ সালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

একুশে/আরএইচ