বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

মনোনয়নপত্র জমা দিলেন দিদারুল আলম

| প্রকাশিতঃ ২৮ নভেম্বর ২০১৮ | ৪:৪১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখোর পরিবেশে চট্টগ্রামে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন দলের মনোনীত প্রার্থীরা।

বুধবার (২৮ নভেম্বর) বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়। আওয়মী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীরা মনোনয়পত্র জমা দেন। এসময় দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড-পাহাড়তলী) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. দিদারুল আলম।

বুধবার (২৮ নভেম্বর) দুপুরে বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এসময় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একুশে/এসসি