
চট্টগ্রাম : উৎসবমুখোর পরিবেশে চট্টগ্রামে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন দলের মনোনীত প্রার্থীরা।
বুধবার (২৮ নভেম্বর) বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়। আওয়মী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীরা মনোনয়পত্র জমা দেন। এসময় দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মনোনয়ন জমা দিয়েছেন মোস্তাফিজুর রহমান চৌধুরী। বুধবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার আগে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
একুশে/এসসি