
চট্টগ্রাম : চীনের সাংহাই প্রদেশের একটি হোটেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মোরশেদুল আলম ২৪ নভেম্বর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করেন। চীন হয়ে দেশে ফেরার কথা ছিলো তার। শুক্রবার (৩০ নভেম্বর) রাতে তার মৃত্যু হয়।
আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন মেয়র।
মোরশেদুল আলমের মৃত্যুতে আওয়ামী লীগ নেতাকর্মী ও রাজনৈতিক সহযোদ্ধারা গভীর শোক প্রকাশ করেছেন।
একুশে/এসসি