বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

ফেনী-১ আসনে খালেদা জিয়াসহ ২ প্রার্থীর মনোনয়ন বাতিল

| প্রকাশিতঃ ২ ডিসেম্বর ২০১৮ | ১২:৫৬ অপরাহ্ন

চট্টগ্রাম : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাদ পড়েছে ফেনী-১ আসনে খালেদা জিয়াসহ দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন।

মনোনয়ন বাতিল হওয়া অপর প্রার্থীরা হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি নূর আহম্মেদ মজুমদার এবং স্বতন্ত্র প্রার্থী আবুল বশির।

রবিবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় জেলা রিটার্নিং অফিসার মো. অহিদুজ্জামান তাদের মনোনয়পত্র বাতিল করেন।

যাচাই-বাছাই কমিটির প্রথম অধিবেশনে ফেনী-১ আসনের আবেদন যাচাই-বাছাইর কাজ শুরু হয়।

১৪টি মনোনয়ন পত্রের আদেশ দেয়ার পর ১৪তম আবেদনটি বেগম খালেদা জিয়ার। রিটানিং অফিসার মনোনয়নপত্রটিতে কাগজ-পত্র সঠিক পাওয়া গেলেও সভায় বিভিন্ন সংস্থার কাছে কোন আপত্তি আছে কিনা জানতে চায়। তখন পুলিশের পক্ষ থেকে ডিএসবি ডিআইওয়ান ইনেসপেক্টর শহিনুজ্জামান জানান, খালেদার জিয়ার বিরুদ্ধে ২টি মামলায় ৭ ও ১০ বছর সাজা রয়েছে মর্মে কাগজ রয়েছে।

পরে জেলা রিটানিং অফিসার গনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৭২ এর ১৪ ধারার বিধান মতে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রটি বাতিল করেন।

একুশে/আরসি/এসসি