বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

‘এক তরফা’ নির্বাচন করতে সরকার এখনো তৎপর : আবু সুফিয়ান

| প্রকাশিতঃ ৩ ডিসেম্বর ২০১৮ | ১০:৪২ অপরাহ্ন

চট্টগ্রাম: এক তরফা নির্বাচনের লক্ষে সরকার এখনো বিভিন্ন অপতৎপরতায় লিপ্ত বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-৮ নির্বাচনী আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান।

সোমবার সন্ধ্যায় নগরের ৪৩নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, সরকার যে আবারো অনৈতিক পন্থায় ক্ষমতায় আসতে চায়, তা ইতিমধ্যে তাদের নেতাদের বক্তব্য এবং কমিশন কর্তৃক বিএনপির নেতাদের মনোনয়ন বাতিলে প্রমাণিত। প্রশাসনযন্ত্র ব্যবহার করে সুষ্ঠু নির্বাচনে তারা যতই বাধা সৃষ্টি করুক না কেন, আগামী ৩০ ডিসেম্বর জনগণের ব্যালটের শক্তি সকল অশুভশক্তিকে পরাজিত করে গণতন্ত্রের বিজয় ছিনিয়ে আনবে।

৪৩নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক কামরুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর নাজিম উদ্দিন আহম্মদ, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু, আনোয়ার হোসেন লিপু, মহানগর বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মোঃ বকতেয়ার প্রমুখ।