বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

১০ ডিসেম্বর শুরু হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা

| প্রকাশিতঃ ৫ ডিসেম্বর ২০১৮ | ১২:০২ অপরাহ্ন

ঢাকা : আগামী ১০ ডিসেম্বর সোমবার থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগ।

ওইদিন সিলেটে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহ পরাণ (র.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে এ প্রচারাভিযান শুরু করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রথম ধাপে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জে যাবেন তিনি। এরপর খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কয়েকটি এলাকায় যাবেন আওয়ামী লীগ সভাপতি। পরে সড়ক ও আকাশপথে পর্যায়ক্রমে সারাদেশের বিভিন্ন আসনে যাবেন শেখ হাসিনা।

প্রথম দফায় বিভিন্ন জেলায় নির্বাচনী গনসংযোগ শেষ হওয়ার পর দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর চুড়ান্ত করা হবে বলে জানা গেছে। দলীয় প্রধান ছাড়াও বিভিন্ন আসনে নির্বাচনী প্রচারে অংশ নেবেন দলটির সিনিয়র নেতারা।

আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা জানান, যেসব প্রার্থী অপেক্ষাকৃত ঝুঁকিতে আছেন সেসব প্রার্থীর আসনে দলীয় প্রধানের সফর গুরত্ব পাবে। এর বাইরে ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার আসনেও নির্বাচনী সমাবেশ করবেন শেখ হাসিনা।

একুশে/আরসি/এটি