সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনয়ন ফরম বিতরণ

| প্রকাশিতঃ ২৩ ফেব্রুয়ারী ২০১৯ | ১:৫৬ অপরাহ্ন

ঢাকা : জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক মনোনয়ন ফরম বিতরণ করছে বলে জানিয়েছেন ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী। সকাল ১০টা থেকে আমাদের দলীয় মনোনয়ন বিতরণ ও জমা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিএনপির পার্টি অফিসে দলীয় মনোনয়ন উত্তোলন ও জমা দিচ্ছেন।

ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী বলেন, সকাল ১০টা থেকে আমাদের দলীয় মনোনয়ন বিতরণ ও জমা নেয়া হচ্ছে। আগ্রহীদের মধ্য থেকে ডাকসু নির্বাচনের জন্য ছাত্রদলের চূড়ান্ত প্যানেল নির্ধারণ করা হবে।

আগামী ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

একুশে/এসসি