মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ভারতের ৩ বিমানবন্দর বন্ধ ঘোষণা

| প্রকাশিতঃ ২৭ ফেব্রুয়ারী ২০১৯ | ৩:৪৮ অপরাহ্ন


ভারত: পাকিস্তানের পেশোয়ার বিমানবন্দর সেনাবাহিনীর কাছে হস্তান্তরের পর এবার ভারতের তিনটি বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। জম্মু, লেহ, শ্রীনগর বিমানবন্দর আজ বুধবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়ার কথা জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

বুধবার পাকিস্তানি বিমানবাহিনীর গুলিতে দুই ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্তের পর এ ঘোষণা দিয়েছে ভারত।

এদিকে বুধবার সকালে জম্মু-কাশ্মীরর বুদগাম এলাকায় ভারতের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ওই দুর্ঘটনায় দুজনের মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে কী কারণে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা এখনো জানানো হয়নি।

মঙ্গলবার পাকিস্তান সীমান্ত অতিক্রম করে ভারতীয় বিমানবাহিনী জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এর জবাবে পাকিস্তানও হামলার হুমকি দেয়।

বুধবার সকালে হঠাৎ করেই পাকিস্তানি সামরিক বাহিনী ভারতের অভ্যন্তরে হামলা চালায়। পরে ভারতীয় বিমানবাহিনীর দুটি বিমান পাকিস্তান সীমান্ত অতিক্রম করে তা ভূপাতিত করে ইসলামাবাদ। এ সময় এক ভারতীয় পাইলটকেও আটক করা হয়েছে।