
একুশে ডেস্ক : ভারতের দুটি জঙ্গিবিমান ভূপাতিত করেছে পাকিস্তান এবং তিন পাইলটকে আটক করেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর’র মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর টুইটার বার্তায় এবং পরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, একটি বিমান পাকিস্তান নিয়ন্ত্রিত আযাদ কাশ্মিরে পড়েছে; অন্যটি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে। এছাড়া, নিয়ন্ত্রণ রেখা বরাবর বিমান হামলা চালিয়েছে পাকিস্তান।
জেনারেল আসিফ গফুর জানান, পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে ভারতীয় বিমান হামলা চালাতে গেলে দুটি বিমান ভূপাতিত করা হয় এবং জবাবে পাকিস্তানি জঙ্গিবিমান ভারতের ভেতরে হামলা চালায়। এর আগে গত রাতে দুপক্ষ ব্যাপক গোলা বিনিময় করেছে।
পাকিস্তানের বালাকোটে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় ভারতীয় বিমানের বোমাবর্ষণের পর বুধবার পাকিস্তানি জঙ্গি বিমানও ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের রাজৌরি জেলায় নওশেরা সেক্টরে বোমা ফেলেছে বলে খবর দিয়েছে রয়টার্স।
ভারত বলেছে, অন্তত তিনটি পাকিস্তানি জঙ্গি বিমান আকাশসীমা লঙ্ঘন করে ভেতরে ঢোকার পর ভারতীয় বিমানবাহিনীর ‘তাড়া খেয়ে’ পালিয়ে গেছে।
অন্যদিকে পাকিস্তান আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের সীমানায় থেকেই তাদের জঙ্গিবিমান আক্রমণ শানিয়েছে।
সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংসের নামে গতকাল ভারতীয় বিমান পাকিস্তানে হামলা চালায়। সে সময় পাকিস্তান বলেছিল, তারা ভারতীয় আগ্রাসনের জবাব দেবে এবং ইসলামাবাদের জবাবে দিল্লি বিস্মিত হবে।

এদিকে, ভারতীয় সামরিক বাহিনীর একজন মুখপাত্র দাবি করেছেন, পাকিস্তানি সেনারা গতকাল সন্ধ্যা থেকে গোলাবর্ষণ শুরু করে এবং ভারতের সেনারা তার জবাব দেয়। এতে পাকিস্তানের পাঁচটি সীমান্ত ফাঁড়ি ধ্বংস এবং বেশ কয়েকজন হতাহত হয়েছে। পাক সেনাদের হামলায় ভারতের কয়েকজন সেনা সামান্য আহত হয়েছে বলে দাবি করেন ওই মুখপাত্র।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর দাবি করেছেন, তাদের বাহিনী দুটি বিমান গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে একটি ফাইটার পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে। অন্যটি ভারতীয় অংশে গিয়ে বিধ্বস্ত হয়েছে।
পাকিস্তানের তথ্য মস্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে চোখ বাঁধা অবস্থায় রক্তাক্ত এক বৈমানিককে দেখিয়ে বলা হচ্ছে তিনি ভারতীয় বিমান বাহিনীর উইয় কমান্ডার আভি নন্দন।
ভারত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও ভারতীয় বিমানবাহিনীর বরাত দিয়ে বিবিসি লিখেছে, তাদের কোনো পাইলট নিখোঁজ নেই।
তবে জম্মু-কাশ্মীরের বুদগাম এলাকায় সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ।
একুশে/ডেস্ক/এসসি