মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, পর্যটনমন্ত্রীসহ নিহত ৭

| প্রকাশিতঃ ২৭ ফেব্রুয়ারী ২০১৯ | ৫:৩৬ অপরাহ্ন

একুশে ডেস্ক : নেপালে যাত্রীবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারীসহ অন্তত সাত যাত্রী নিহত হয়েছেন। বুধবার বিকেলের দিকে দেশটির তাপেলজাং জেলায় এই বিধ্বস্তের ঘটনা ঘটেছে।

হেলিকপ্টারটিতে পর্যটনমন্ত্রী ছাড়াও দেশটির পর্যটন উদ্যোক্তা অং শিরিং শেরপা, নিরাপত্তা কর্মকর্তা অর্জুন ঘিমার, দেশটির প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী যুবরাজ দাহল, কানের উপ-মহাপরিচালক বীরেন্দ্র শ্রেষ্ঠ ও প্রকৌশলী ধ্রুব দাস বোচিভায়া ছিলেন।

কাঠমান্ডুভিত্তিক দেশটির বেসরকারি বিমান পরিবহন সংস্থা এয়ার ডায়ন্যাস্টির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারী-সহ হেলিকপ্টারের ৭ যাত্রীই মারা গেছেন।

একুশে/ডেস্ক/এসসি