সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থমথমে

| প্রকাশিতঃ ২৭ ফেব্রুয়ারী ২০১৯ | ১১:৫৮ অপরাহ্ন


চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সংঘর্ষে জড়ানো পক্ষ দুটিই শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী বিজয় এবং সিএফসি গ্রুপ নামে পরিচিত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহারওয়ার্দী ক্যাফেটেরিয়ার পাশ্বে একটি চা দোকানে কথা কাটাকাটির জেরে বিজয় গ্রুপের কর্মী ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের (২০১৫-১৬) শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাকন দে’কে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের (২০১৪-১৫) শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সিএফসি গ্রুপের কর্মী সোয়াইবুর রহমান (কনক) মারধর করে।

পরে এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিজয় গ্রুপের নেতা-কর্মীরা সিএফসির সোয়াইবুরকে মারধর ও সোহরাওয়ার্দী হলের সামনে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পরে রাত ১০টার দিকে দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় উভয় পক্ষের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রের মহড়া দেয়। এবং ইট পাটকেল ছোড়ে। পরে পুলিশের লাটিচার্জ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ক্যাম্পাসে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সর্বশেষ এই ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী আহতের খবর পাওয়া গেছে।

ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর।