শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মসজিদের প্রবেশ পথে মৃতদেহের স্তুপ!

প্রকাশিতঃ ১৫ মার্চ ২০১৯ | ১১:৪২ অপরাহ্ন


নিউজিল্যান্ড হেরাল্ড: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে আজ জুমার নামাজ পড়তে গিয়েছিলেন নূর হামজা। সেই মসজিদে বন্দুকধারীর গুলি শুরু হলে তিনি কোনোমতে বাইরে চলে আসেন। তার সেই বেঁচে যাওয়ার কাহিনী তুলে ধরেছে নিউজিল্যান্ডের শীর্ষ দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড।

মালয়েশিয়ান বংশোদ্ভূত নূর হামজা আশির দশকে চলে যান নিউজিল্যান্ডে। এরপর থেকে ৫৪ বছর বয়সী হামজা সেখানেই থাকছেন।

নূর হামজা বলেন, ‘বৃষ্টির মতো গুলির মাঝে কোনোমতে আমিসহ কয়েকজন মসজিদ থেকে দৌড়ে বেরিয়ে আসি। আশ্রয় নেই মসজিদের বাইরের পার্কিং এরিয়ায়। কী হচ্ছে ঠিক বুঝতে পারছিলাম না। বের হওয়ার সময় মসজিদের প্রবেশ পথের সামনে দেখেছি মৃতদেহের স্তুপ!’

নূর হামজা আরও বলেন, ‘নিউজিল্যান্ডের ইতিহাসে এটা একটি কালো দিন। একটা ভয়াবহ বিপর্যয়। আমি কল্পনাও করতে পারছি না যে, এই দেশে এমন কিছু ঘটতে পারে! আমি জানি, এই ঘটনার শক আমাকে অনেকদিন ভোগাবে। আশা করি, আমি শক্ত থাকতে পারব।’

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে আজ জুমার নামাজের সময় বন্দুকধারীর গুলিতে এখন পর্যন্ত ৪৯ জন নিহত হয়েছেন। মসজিদে হামলাকারী ওই ব্যক্তি অস্ট্রেলিয়ার নাগরিক। তবে এখনো তার নাম প্রকাশ করা হয়নি। ওই ঘটনার পর কাছাকাছি শহরতলি লিনউডের মসজিদে হামলা হয়। ওই হামলাতেও একই ব্যক্তি জড়িত কি না, তা এখনো জানা যায়নি।