মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ২৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

| প্রকাশিতঃ ২৮ সেপ্টেম্বর ২০১৬ | ৫:৪৯ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরীতে অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কোতোয়ালী থানার পুরাতন রেলষ্টেশনের সামনের ফুটপাত থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ শাহাদুল্লাহ (২১) ও মোঃ মামুন (১৭)।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, পুরাতন রেলষ্টেশনের সামনে ফুটপাতের উপর কাঠ বাদাম গাছের নিচ থেকে ২৮ কেজি গাঁজাসহ দুইজনকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা এসব গাঁজা বিক্রির জন্য ট্রেনযোগে কুমিল্লা থেকে চট্টগ্রাম নগরীতে নিয়ে আসে বলে জানিয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা হয়েছে।