মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবি

| প্রকাশিতঃ ২৮ সেপ্টেম্বর ২০১৬ | ৭:২৪ অপরাহ্ন

চট্টগ্রাম: প্রান্তিক মানুষের জন্য খাদ্য প্রাপ্তি, পুষ্টি সরবরাহ নিশ্চিতসহ বিভিন্ন কারণে খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবি এসেছে একটি পরামর্শ সভা থেকে। বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত ‘খাদ্য অধিকার আইন ২০১৬’ প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সঙ্গে যৌথ পরামর্শ সভায় এ দাবি উঠে। বেসরকারি উন্নয়ন সংস্থা একশন এইড বাংলাদেশ এই পরামর্শ সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেন, মানুষের খাদ্য অধিকার নিশ্চিত করতে নানা ধরণের উদ্যোগ নিয়েছে সরকার। তবে সেটির আইনী বাধ্যবাধকা নেই। কালকে যদি সরকার বয়স্ক ভাতা বন্ধ করে দেয়, তবে কারো কিছু বলার থাকবে না। যদি আইনী বাধ্যবাধকতা থাকে তবে সেটি বন্ধ করা যাবে না। ভারতে এই বিষয়টা আছে।

তিনি বলেন, খাদ্য অধিকার, এটা সাংবিধানিক অধিকার। দেশের ১৬ কোটি মানুষ সুষম খাদ্য পাবে। শিশুরা খাদ্য পাবে, নারীরা খাদ্য পাবে। সামাজিক নিরাপত্তায় গত অর্থবছরে ১৬ হাজার কোটি টাকারও বেশি খরচ করেছে সরকার। এ অর্থবছরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে প্রায় ২৪ হাজার কোটি টাকা খরচ করা হবে।

একশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, গরীব মানুষের খাদ্য পাওয়ার অধিকারের জায়গাটাকে নিশ্চিত করতে হবে। সবার জন্য এই অধিকার নিশ্চিত করতে হবে। দুর্যোগ বা সমস্যার সময় শুধু খাবার দিলে হবে না। সবসময় খাবার পাওয়ার অধিকার নিশ্চিত করা উচিত। খাদ্য মানুষের মৌলিক অধিকার। একদিকে অনেক মানুষ খাদ্য পাচ্ছে না। অন্যদিকে আমরা নিরাপদ খাদ্য পাচ্ছি না। আইনের মাধ্যমে মানুষের খাবার পাবার অধিকার নিশ্চিত করতে হবে সরকারকে।

দৈনিক সুপ্রভাত বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক আবুল মোমেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আইন কমিশনের সদস্য এটিএম ফজলে কবীর, একশন এইড বাংলাদেশের চেয়ারম্যান আফরোজা নাহার চৌধুরী, হালদা বিশেষজ্ঞ মঞ্জুরুল কিবরিয়া, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফুল হক।