চট্টগ্রাম: মোঃ মিলন নামে এক নেশাগ্রস্থ ব্যক্তির অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাঁকে পুলিশের কাছে তুলে দিয়েছেন ঐ ব্যাক্তির দুই ছেলে।
বুধবার নগরীর বায়োজিদ বোস্তামি থানার মুহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় পুলিশ মিলনের কাছ থেকে ১০ পিস ইয়াবাও উদ্ধার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত মিলনকে তিন মাসের সাজা দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, মিলন আগে রিক্সা চালাত। তাদের বাড়ি ফেনীর দাগনভূঁইয়ায়। বছরখানেক ধরে মিলন ইয়াবায় আসক্ত হয়ে পড়েছে। রিক্সা চালানো ছেড়ে দিয়ে সে নিয়মিত ইয়াবা সেবন করে। ইয়াবার টাকা না দিলে সে স্ত্রী-সন্তানকে মারধর করে এবং ঘরে অশান্তি করে। তাই মিলনের দুই ছেলে সাজু এবং সাইফুল মিলে তাকে আমাদের হাতে তুলে দেয়।