মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

এসিড সন্ত্রাসী জাহাঙ্গীর রাজধানী থেকে গ্রেফতার

| প্রকাশিতঃ ২৯ সেপ্টেম্বর ২০১৬ | ৭:১৮ অপরাহ্ন

চট্টগ্রাম: সাবেক স্ত্রী ও শাশুড়িকে এসিডে ঝলসে দেওয়ার ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানী রূপনগর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নুর আহমেদ বলেন, গত সোমবার ভোরে পলোগ্রাউন্ড বস্তি এলাকায় একটি ঘরে সাবেক স্ত্রী শেলি আক্তার ও শাশুড়ি হোসনে আরাকে এসিড ছুঁড়ে জাহাঙ্গীর। এ ঘটনায় দায়েরকৃত মামলার একমাত্র আসামি জাহাঙ্গীরকে রূপনগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে চট্টগ্রামে নিয়ে আসছে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম।