মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ইয়াবা নিয়ে দুই সহযোগিসহ ইউপি সদস্য গ্রেফতার

| প্রকাশিতঃ ৩০ সেপ্টেম্বর ২০১৬ | ৩:৩১ অপরাহ্ন

yabaচট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া থেকে তিন হাজার ইয়াবাসহ এক ইউনিয়ন পরিষদ সদস্য ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার সকালে লোহাগাড়া জনাবির পাড়া এলাকায় অভিযান চালিয়ে এ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- লোহাগাড়া ৬ নম্বর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কাশেম (৪২) এবং তার সহযোগী নুরুল আমিন (২২) ও মোঃ মামুন (২৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার সহকারী পরিচালক জিল্লুর রহমান জানান, অভিযানের সময় ইউপি সদস্য কাশেমের বাড়ি থেকে দুই হাজার এবং তার হার্ডওয়ার দোকান থেকে আরও এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়। হার্ডওয়ার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি করে আসছিল কাশেম। এ ঘটনায় লোহাগাড়া থানায় মামলা হয়েছে।