মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

শিশুকে শ্লীলতাহানীর দায়ে আট মাসের জেল

| প্রকাশিতঃ ৩০ সেপ্টেম্বর ২০১৬ | ৫:১০ অপরাহ্ন

mobile courtচট্টগ্রাম: চট্টগ্রাম শিশু একাডেমি প্রাঙ্গণে ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০১৬’র অনুষ্ঠানে এক শিশুকে শ্লীলতাহানীর দায়ে হুমায়ুন কবির (৪২) নামে এক ব্যক্তিকে আট মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে এ ঘটনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির রাহমান সানির ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করে পুলিশ।

শ্লীলতাহানীর দায়ে দণ্ডপ্রাপ্ত হুমায়ুন কবির নগরীর দামপাড়া এলাকার বাসিন্দা

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির রাহমান সানি বলেন, মামলায় সাক্ষী প্রদান করেন দুই নারী ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভীন জেসী ও আবিদা আজাদ। দণ্ডবিধি, ১৮৬০’র ৫০৯ ধারা অনুযায়ী তাকে আটমাসের কারাদণ্ডে দণ্ডিত করে জেলহাজতে প্রেরণ করে।