মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

সন্দ্বীপে ২৪ জলদস্যু আটক

| প্রকাশিতঃ ৭ অক্টোবর ২০১৬ | ১:০২ অপরাহ্ন

arrest Handcuffsচট্টগ্রাম: সন্দীপে অভিযান চালিয়ে ২৪ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড পূর্ব জোনের একটি টিম। শুক্রবার ভোরে উপজেলার থেংকার চর এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের কামান্ডার লে. কর্নেল শহীদুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ জলদস্যুকে আটক করা হয়। অভিযানে ২টি বোট, ১টি জেনারেটর, ৮টি রামদা, আড়াই হাজার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

আটককৃতদের সন্দীপ থানায় হস্তান্তরের কাজ চলছে বলে জানান তিনি।