চট্টগ্রাম: চট্টগ্রামের পুলিশের এসপি সেজে প্রতারণার চেষ্টার সময় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে হালিশহরের মইন্যাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদ গাজীরুল হক নামে ওই ব্যক্তির গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর থানার পানটি গ্রামে। তার বাবার নাম মনোয়ার হোসেন। চট্টগ্রামে বন্দর থানার পোর্ট কলোনি এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী বলেন, গাজীরুল হক হালিশহরের মইন্যাপাড়া এলাকায় আসাদ নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছে এমন তথ্য পেয়ে ওই এলাকায় যায়। আসাদের পরিবারের কাছে সে নিজেকে পুলিশের ঢাকা স্পেশাল ব্রাঞ্চের এসপি বলে পরিচয় দেয়। এ সময় সে আসাদের পরিবারকে জানায়, আসাদকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে গেছে। ৫০ লাখ টাকা দিলে আসাদকে সে ছাড়িয়ে আনতে পারবে।
ওসি বলেন, তার আচরণে সন্দেহ হলে এক ব্যক্তি হালিশহর থানাকে খবর দেয়। পুলিশ এসে গাজীরুলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাজীরুল নিজেকে নিজেকে প্রতারক বলে স্বীকার করে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।