মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

পটিয়ায় বাল্য বিবাহ বন্ধ করলেন ইউএনও

| প্রকাশিতঃ ৭ অক্টোবর ২০১৬ | ৬:২৯ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় বাল্য বিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল হাশেম।

শুক্রবার উপজেলার ভাটিখাইন ইউনিয়নে স্কুল ছাত্রীর সাথে এক যুবকের বিয়ের হওয়ার কথা ছিল। পরে ছেলে, ছেলের বাবা, মেয়ে এবং মেয়ের মাকে প্রত্যেককে ১হাজার করে মোট ৪হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, উপজেলার ভাটিখাইন ইউনিয়নের এক স্কুল ছাত্রীর সাথে একই এলাকার কামাল উদ্দীনের মেয়ে সাদ্দাম হোসেনের সাথে শুক্রবার বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমানা আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেম ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ের সত্যতা পায়। এসময় বিয়ে বন্ধ করে দেয় এবং খাবার জব্দ করে স্থানীয় এতিমখানায় সরবরাহ করে দেয়া হয়। পরে ছেলে, ছেলে বাবা, মেয়ে ও মেয়ের মাকে সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা করে।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেম জানান, বাল্য বিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ে সত্যতা পাওয়া যায়। পরে বিয়ে বন্ধ করে দেয়া হয়। দুই পরিবারকে সতর্ক করে দেয়া হয় এবং জরিমানা করা হয়।