সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

মেরিটাইম ইউনিভার্সিটি ডেল্টা প্ল্যান বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে : নওফেল

| প্রকাশিতঃ ২১ জুলাই ২০১৯ | ৯:৩৯ অপরাহ্ন

চট্টগ্রাম : ডেল্টা প্ল্যান বাস্তবায়নে মেরিটাইমস ইউনিভার্সিটি আগ্রণী ভূমিকা পালন করবে আশা প্রকাশ করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল বলেন, বাংলাদেশ নৌ বাহিনী দ্বারা পরিচালিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম সংশ্লিষ্ট উচ্চ শিক্ষার প্রসার, সমুদ্র গবেষণা, সমুদ্র সম্পদ আহরণ, অনুসন্ধান, প্রয়োজনীয় তত্ত্ব আবিস্কার, আধুনিক প্রযুক্তি উদ্ভাবন ও দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমান ইউনিভার্সিটি, বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শিক্ষা ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেবে না প্রতিষ্ঠানটিতে।

রোববার (২১ জুলাই) চট্টগ্রাম হোটেল রেডিসন ব্লু’তে দেশের একমাত্র মেরিটাইম বিশেষায়িত পাবলিক বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ এর ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আমা প্রকাশ করেন তিনি।

অত্র বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ সম্ভাবনার উপরে আলোকপাত করতে গিয়ে নওফেল বলেন, বাংলাদেশের প্রথম, দক্ষিণ এশিয়ায় তৃতীয় ও বিশ্বের ১২তম মেরিটাইম বিশ্ববিদ্যালয় হিসেবে চট্টগ্রামের বন্দর থানাধীন চর বাকুলিয়া ও চর রাঙামাটিয়ার হামিদচর এলাকায় ১০৬.৬ একর জমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ এর স্থানীয় ক্যাম্পাস প্রতিষ্ঠিত হওয়ায় উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ সূচনা হল। সমসাময়িক মেরিটাইম বিশেষায়িত বিষয়ে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করবে।

সভাপতির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল বলেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত ও দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক মহৎ উদ্যোগ।

এরআগে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, মো. নজরুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহিদুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. শিরিন আক্তার, সিডিএ চেয়ারম্যান মো. জহিরুল আলম দোভাষ উপস্থিত ছিলেন।

একুশে/এসসি