
চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিবহন সেলে নতুন চেয়ার কোচের শাটল ট্রেন যুক্ত করার কথা জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। একই সাথে রেললাইন সংস্কার করে নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হবে বলে জানান তিনি।
বুধবার (২৪ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে চবি উপাচারর্যের সম্মেলন কক্ষে এসব কথা জানান তিনি।
রেলমন্ত্রী বলেন, আমি নিজের থেকেই রেলের সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ে এসেছি। কিছুদিন আগে সিলেটে একটি সমস্যা হয়েছিল। তখন থেকে আমরা রেলওয়ে কতৃপক্ষ আরো বেশি সচেতন হয়েছি। আমি চাই সকলে স্ব স্ব দায়িত্ব পালন করুক। আমরা প্রত্যেকে রেলসেবা ও রেলের আধুনিকায়নের জন্য অঙ্গিকারবদ্ধ।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ি আমরা দেশের সব জেলায় রেল যোগাযোগের পদক্ষেপ গ্রহণ করছি। দেশের সব জেলা রেল যোগাযোগের আওতায় আনা হবে। আগামী জুন মাসের মধ্যে আমরা প্রায় ২০০টি ট্রেনের কোচ পাবো। তখন বিশ্ববিদ্যালয়ের বর্তমানে যে শাটল ট্রেন চলাচল করছে তার পাশাপাশি নতুন একটি শাটল ট্রেন দেওয়া হবে। যেটি হবে আধুনিক।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে শিক্ষার্থীরা শাটল ট্রেনের ডবল লাইন চালুর দাবি জানালে মন্ত্রী বলেন, তোমাদের চাওয়া হচ্ছে রেল সেবা। আর আমরা তার জন্য যা করা দরকার তাই করবো। রেল লাইন সংস্কারের জন্য আমরা সময় নিচ্ছি। প্রয়োজনে অতিরিক্ত জনবল খাটিয়ে রেললাইন সংস্কার করা হবে। রেলের নিরাপত্তা আমাদের দায়িত্ব।
এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কে এম নূর আহাম্মদ, চাকসুর সাবেক ভিপি নাজিম উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত)প্রণব মিত্র, চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল টিপু বিশ্ববিদ্যালয়ের রেলসমস্যা ও শিক্ষার্থীদের চাওয়ার কথা জানান।
এসময় চবি উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড.শিরীণ আখতার,রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান, মহাব্যবস্থাপন নাছির আহমেদ, অতিরিক্ত মহাব্যবস্থাপক সর্দার শাহাদাত আলী, প্রধান প্রকৌশলী সুবক্ত গীন, প্রধান যান্ত্রিক প্রকৌশলী মিজানুর রহমান, প্রধান ভূসম্পদ কর্মকর্তা ইশরাত রেজা, জেলা পুলিশের হাটহাজারী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, রেলওয়ে জিআরপি পুলিশের ওসি মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ছবিঃ আকমাল হোসেন
একুশে/আইএস/এসসি