
মদিনা : মদিনায় বাস দুর্ঘটনায় বাংলাদেশি এক হাজি নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব ফখরুল ইসলাম। এ ঘটনায় কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। তার মধ্যে ৪ জনকে ওয়াজুল ফারা হাসপাতাল, ৮ জনকে কিং ফাহাদ হাসপাতাল, ৭ জনকে মিকাত হাসপাতালে ও ২ জনকে ওহুদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হজ পালনের পর মদিনায় মহানবীর (সা.) কবর জিয়ারতে যাচ্ছিলেন ওই বাংলাদেশিরা।
শনিবার (১৭ আগস্ট) সকাল সোয়া ১১টায় মদিনা থেকে ১০০ কিলোমিটার দূরে ওয়াজুল ফারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
প্রেস সচিব ফখরুল বলেন, বাসের চাকা ফেটে এই দুর্ঘটনা ঘটেছে। বাসটিতে মোট ৩৫ জন ছিলেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
একুশে/এসসি