
নিজস্ব প্রতিবেদক : পরিবেশ ছাড়পত্র নবায়ন না করা, ছাড়পত্রের শর্তভঙ্গ ও পাহাড় কাটার অভিযোগে নোয়াখালীর মোরশেদ আলম কমপ্লেক্স ছাড়াও ২টি প্রতিষ্ঠানসহ ১ ব্যক্তিকে ৭ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
সোমবার (২ ডিসেম্বর) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন।
মোরশেদ আলম কমপ্লেক্স ছাড়াও জরিমানার আদেশপ্রাপ্ত অন্য প্রতিষ্ঠানগুলো হলো- এ.এম ব্রিক্স ম্যানু, কেএস সল্ট ক্রাসিং, কক্সবাজার সদরের মো. আমান উল্লাহ।
ছাড়পত্রের শর্ত ভঙ্গ করায় নোয়াখালী বেগমগঞ্জ এলাকার মোরশেদ আলম কমপ্লেক্সকে ৫ লাখ টাকা, বোয়ালখালীর কে এস সল্ট ক্রাসিংকে ১০ হাজার টাকা। এছাড়া পাহাড় কাটার দায়ে কক্সবাজার সদরের মো. আমান উল্লাহকে ৫০ হাজার টাকা এবং ছাড়পত্র নবায়ন না করার দায়ে রামু নোয়াখালী বেগমগঞ্জের এ.এম ব্রিক্স ম্যানুঃ’কে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের সহকারি পরিচালক মুক্তাদির হাসান বলেন, পরিবেশ ছাড়পত্র নবায়ন না করা, ছাড়পত্রের শর্তভঙ্গ ও পাহাড় কাটার অভিযোগে তিন প্রতিষ্ঠান এবং ১ ব্যক্তিকে ৭ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একুশে/জেএইচ