সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

নেপালকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

| প্রকাশিতঃ ৪ ডিসেম্বর ২০১৯ | ১১:০৮ অপরাহ্ন

নেপাল : রাবেয়া খানের বোলিং নৈপুণ্যে নেপালে চলমান ১৩তম সাউথ এশিয়ান (এসএ) গেমসে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট নারী দল।

বুধবার টি-টুয়েন্টি ফরম্যাটের লড়াইয়ে স্বাগতিকদের ১০ উইকেটে হারায় টিম টাইগ্রেস। টানা দ্বিতীয় জয় বাংলাদেশের। মঙ্গলবার প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে জেতে মেয়েরা।

পোখারায় টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। জাহানারা-রাবেয়াদের বোলিং তোপে মাত্র ৫০ রানেই অলআউট হয়ে যায় দলটি।

অভিষিক্ত রাবেয়া খান নেন ৪টি উইকেট। জবাবে মাত্র ৭.৪ ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় সালমারা।

দুই ওপেনার আয়েশা রহমান ২২ বলে ২৬ (৩ চার ও ১ ছক্কা) এবং মুরশিদা খাতুন ২৪ বলে ২৩ (৪ চার) রান করেছেন। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন রাবেয়া।

বৃহস্পতিবার একই ভেন্যুতে বাংলাদেশ খেলবে মালদ্বীপের বিপক্ষে। ফাইনাল হবে ৮ ডিসেম্বর।

একুশে/এএ