চট্টগ্রাম:বিএনপির যুগ্ন মহাসচিব আসলাম চৌধুরীকে পাওয়া মাত্রই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার ইকবাল বাহার। রোববার দুপুরে মহানগর পুলিশের সম্মেলনকক্ষে বিট পুলিশিং নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সিএমপি কমিশনার বলেন, মোসাদের এজেন্টের সঙ্গে আসলাম চৌধুরী দিল্লিতে একাধিক বৈঠক করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। এ নিয়ে পুলিশসহ বিভিন্ন সংস্থা তদন্ত করছে। এ প্রেক্ষিতে আসলাম চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ বিএনপি নেতাকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই গ্রেফতার করা হবে।
বিট পুলিশিং প্রসঙ্গে তিনি বলেন, পুলিশকে জনগণের বন্ধু করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে আনতে নগরীর ১৬ থানাকে ১৪৫টি বিটে ভাগ করা হয়েছে। একেকটি বিটে একজন এসআইয়ের নেতৃত্বে পাঁচ-ছয়জন পুলিশ থাকবে। তারা এলাকার সব তথ্য হালনাগাদ রাখবে। এতে অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের দ্রুত সনাক্ত করা যাবে।
নগরবাসীর তথ্য সংগ্রহ করা হবে জানিয়ে কমিশনার ইকবাল বাহার বলেন, প্রত্যেক বাড়ী ওয়ালাকে তার ভাড়াটিয়াদের সকল তথ্য পুলিশকে দিতে হবে। এমনকি ভাড়াটিয়া আসলে কিংবা চলে গেলে সেই তথ্যও পুলিশকে দিতে হবে। আগামী ৩১ আগষ্টের মধ্যে নির্ধারিত ফরমে নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। নাগরিকদের বিশদ তথ্য থাকলে অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধী সনাক্ত করণ প্রক্রিয়া সহজ হবে।
‘আলগা স্টিকার’ ব্যবহারে নিষেধাজ্ঞার কথা জানিয়ে সিএমপি কমিশনার বলেন, গাড়িতে পুলিশ, সিএমপি, সাংবাদিক, এ্যাডভোকেট, চিকিৎসক বা অন্য কোনো আলগা স্টিকার কেউ ব্যবহার করতে পারবেন না। এখন থেকে নগরীতে চলাচলকারী গাড়ীগুলোতে এ ধরনের আলগা স্টিকার লাগানো যাবেনা। তবে স্ব স্ব প্রতিষ্ঠানের নাম রেখা কিংবা মনোগ্রাম লাগানো যেতে পারে।
এদিকে সংবাদ সম্মেলন শেষে মিডিয়া সেন্টার উদ্বোধন করেন সিএমপি কমিশনার ইকবাল বাহার। এসময় সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল-হাসান, অতিরিক্ত কমিশনার (অর্থ ও প্রশাসন) মইনুল হোসেন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।