ঢাকা: সরকার উৎখাতে ইসরায়েলের সঙ্গে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা আসলাম চৌধুরীকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ। এছাড়া তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা দায়ের করারও প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করার জন্য তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। সোমবার দুপুরে আসলাম চৌধুরীকে ঢাকার হাকিম আদালতে হাজির করা হবে। তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে দশ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হবে।
এর আগে রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ যাওয়ার পথে ঢাকার খিলক্ষেতে ৩০০ ফুট রাস্তা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার সঙ্গে গাড়িতে থাকা তার এক সহযোগী এবং চালককেও আটক করে পুলিশ। পরে তাদের নিয়ে যাওয়া হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে।