শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ আর নেই

প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২০ | ১২:৪৫ পূর্বাহ্ন


ঢাকা : জাতীয় অধ্যাপক ও ভাষা সৈনিক ড. সুফিয়া আহমেদ আর নেই।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১৯ টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

ড. সুফিয়া আহমেদের পারিবারিক সূত্র এ তথ্য জানিয়েছে।

অধ্যাপক সুফিয়া আহমেদ ছিলেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিষ্টার সৈয়দ ইসতিয়াক আহমেদের স্ত্রী এবং বিচারপতি মুহাম্মদ ইব্রাহিমের কন্যা।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন। ১৯৫২ এর ভাষা আন্দোলনের অন্যতম সদস্য ছিলেন সুফিয়া আহমেদ।

মৃত্যুকালে তিনি এক পুত্র, এক কন্যা, আত্মীয়স্বজনসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।