সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চবির সেই ছাত্রলীগ নেতার দোকানে চোরাই মালামাল

| প্রকাশিতঃ ১২ এপ্রিল ২০২০ | ৮:৩৭ অপরাহ্ন


চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিরাপত্তা দফতরের সুপারভাইজার মোঃ বেলায়েতকে লাথি মারা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বাংলার মুখ গ্রুপের নেতা মোহাম্মদ নাজিমের দোকান থেকে দেশীয় অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

রোববার (১২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশের দুই ঘন্টা অভিযানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের পাশের নাজিমের দোকান থেকে এসব উদ্ধার করা হয়।

জানা যায়, নিরাপত্তা দফতরের সুপারভাইজার বেলায়েতকে মারধরের পর ফুঁসে উঠে নিরাপত্তা দফতরের কর্মীরা। তারা কর্মবিরতির ঘোষণা দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি পুলিশের সহায়তায় তাকে ধরতে অভিযানে নামে। এসময় তার বাসা থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এবং কেন্দ্রীয় খেলার মাঠের সামনে তার দখলকৃত দুটি দোকান থেকে রামদা, চাপাতি, ছোড়া, চোরাই লোহার রড, প্যাগোডার সামনের একটি দখলকৃত দোকান থেকে চোরাই ভ্যানগাড়ি উদ্ধার করা হয়।

এর আগে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২নং গেইট এলাকায় এক নিরাপত্তাকর্মীর পুরুষাঙ্গে লাথি মারেন সাবেক ছাত্রলীগ নেতা নাজিম। তাছাড়া ছাত্রলীগের সাবেক এই নেতার বিরুদ্ধে রয়েছে বিশ্ববিদ্যালয়ে অন্যান্য কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের মারধরের অভিযোগও আছে।

গত বছরের ২৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের মুদি দোকানের এক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠে মোহাম্মদ নাজিমের বিরুদ্ধে। এবং একই বছরের ৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ল্যাব এটেন্ডেন্ট ফজলুল করিম খোকনের বাড়িঘর ভাঙচুর ও তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠে নাজিমের বিরুদ্ধে।

এসব ঘটনাও প্রক্টর অফিসে লিখিত অভিযোগ জমা পড়ে। থানায় দায়ের হয় জিডি।এর কয়েকদিন পর ২২ সেপ্টেম্বর ফতেপুর ইউনিয়নের তিন বাসিন্দাকে মারধর করে তাদের মোবাইল ছিনতাইয়ের অভিযোগও উঠে তার বিরুদ্ধে। এ সময় স্থানীয়রা চবি দুই নাম্বার গেট এলাকা অবরোধ করে। এ ঘটনায় নাজিমকে গ্রেফতারে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। কিন্তু এ ঘটনায় তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন।

এছাড়া ২০১৭ সালের ৫ জুন রাতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ এলাকায় নুরুল ইসলাম নামের সোহরাওয়ার্দী হলের এক কর্মচারীর উপর হামলা চালায় নাজিম। এ ঘটনায়ও অভিযোগ গেলে প্রক্টর অফিস কিংবা পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান একুশে পত্রিকাকে বলেন, আমরা আজ নাজিমকে অনেক খুঁজেছি। কিন্তু পাইনি। তার দোকান ও বাড়ি থেকে কিছু চোরাই জিনিসপত্র, ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। আমরা এখনও তাকে খুঁজছি।