শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কর্ণফুলীতে ৫০ চবি শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি

প্রকাশিতঃ ১৭ মে ২০২০ | ৮:৩৭ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কর্ণফুলী উপজেলার ৫০ জন মেধাবী শিক্ষার্থী পেয়েছেন শিক্ষাবৃত্তি।

রোববার কর্ণফুলী উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র শিক্ষা প্রকল্পের আওতায় সংগঠনের সভাপতি মো. আরিফ উদ্দীন ও সম্পাদক মিজানুল ইসলামের তত্ত্বাবধানে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

এতে অনুদান দিয়ে সর্বাত্মক সহযোগিতা করেন আয়ুব বিবি ট্রাস্টের সভাপতি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন হাকিম আলী, চবি’র সাবেক শিক্ষার্থী ছালেহ জহুর, খালেদ সাইফুদ্দীন, দেবপ্রিয় রতন, শাহজাহান সিরাজ, কামরুল ইসলাম পাভেল, মো. সাইফুদ্দীন, সমাজসেবক এয়াকুব মুন্সী, হুজ্জাতুল ইসলাম, ওমর ফারুক, কামরুল হাসান, সোহরাব সাকিব, কামরুল ইসলাম প্রমুখ। ইউনিয়ন প্রতিনিধি হিসেবে সহযোগিতা করেন আমিনুল ইসলাম, আবুল কাশেম, জাবেদ হোসেন।

এ বিষয়ে কর্ণফুলী উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র সভাপতি মো. আরিফ উদ্দীন বলেন, পিছিয়ে থাকা জনপদ কর্ণফুলী উপজেলার ছাত্র-ছাত্রীদেরকে উচ্চ শিক্ষায় উৎসাহিত করা লক্ষ্যে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।