বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

দিয়াজ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

| প্রকাশিতঃ ৪ জানুয়ারী ২০১৭ | ৩:৩৯ অপরাহ্ন

চট্টগ্রাম: দিয়াজ ইরফান চৌধুরীকে হত‌্যার অভিযোগে করা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে। বুধবার দুপুরে সিআইডির চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার কুতুব উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি একুশে পত্রিকাকে বলেন, ‘দিয়াজের মামলাটি এখন থেকে তদন্ত করবেন সিআইডির চট্টগ্রাম অঞ্চলের এএসপি হুমায়ুন কবির সরকার। এর আগে দিয়াজের মামলাটি তদন্তের দায়িত্ব ছিলেন সিআইডির এএসপি অহিদুর রহমান। তবে গত দুই মাস আগে গাইবান্ধা জেলা সিআইডিতে তার বদলি আদেশ হয়। এরপর তিনি মামলা সংক্রান্ত জটিলতায় গাইবান্ধায় যোগ দিতে পারেননি। সম্প্রতি গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংসদ খুন হওয়ায় জরুরী ভিত্তিতে অহিদুর রহমানকে সেখানে যোগ দেওয়ার আদেশ দেয়া হয়।’

সিআইডির চট্টগ্রাম অঞ্চলের এএসপি অহিদুর রহমান বলেন, ‘কয়েকদিনের মধ্যেই আমি চট্টগ্রাম ছেড়ে যাচ্ছি। মামলার নতুন তদন্ত কর্মকর্তার কাছে সবকিছু বুঝিয়ে দিয়ে যাব।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনকে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন দিয়াজের বোন জুবাইদা ছরওয়ার নিপা। তিনি বলেন, এএসপি অহিদুর রহমান সাহেব ঘটনার সবকিছু বুঝে নিয়েছেন। ওনার উপস্থিতিতে লাশ তুলে পুণরায় ময়নাতদন্ত হয়েছে। এই অবস্থায় তাকে বদলি করে ষড়যন্ত্র করেছে খুনীরা।

গত ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দুই নম্বর গেইট সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে দিয়াজের লাশ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যার কথা এলেও তা প্রত‌্যাখ‌্যান করে দিয়াজ ইরফান চৌধুরীকে হত‌্যার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ছাত্রলীগ সভাপতিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করে পরিবার।

আদালতে দায়েরকৃত এই মামলার আর্জিতে ফৌজদারি দণ্ডবিধির ৩০২, ২০১, ও ২৩৪ ধারায় অভিযোগ অানা হয়। পরে অভিযোগ অনুসন্ধানের জন্য সিআইডিকে আদেশ দেয় চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দের আদালত।