চট্টগ্রাম: স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি অর্জনে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করছে। অতীতের মতোই তারা দেশ ও জাতির উন্নয়নকাজে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। পরে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সংগঠনটির চট্টগ্রাম নগরের পাঁচলাইশ ৩নং ওয়ার্ড শাখা এই কর্মসূচী পালন করে।
এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলমগীর টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ চট্রগ্রাম মহানগর শাখার প্রভাবশালী কার্যনির্বাহী সদস্য মোঃ তানভীরুল আলম অপু।
এসময় বক্তারা বলেন- ছাত্রলীগ কারো মুখে গড়া সংগঠনের নাম নয়। ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনের নাম। বাংলাদেশের প্রতিটি অর্জনে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা ছিল অপরিসীম; ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১’র মুক্তিযুদ্ধ। বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি কর্মী বুকের তাজা রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে। বর্তমানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গীবাদ মুক্ত দেশ গড়তে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি কর্মী অতন্দ্র প্রহরী হয়ে সাধারণ মানুষের পাশে থাকবে।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের প্রভাবশালী যুবলীগ নেতা সাইফুল ইসলাম মামুন, মোঃ মিজানুর রহমান, মোঃ ইমরান ইমু।
আরও উপস্থিত ছিলেন মোঃ হারুন-উর রশিদ, পোর্টসিটি ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক মোঃ ইমরান হাসান তালুকদার। ৩নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোহাম্মদ মনির,মোহাম্মদ ওয়াজেদ, মোহাম্মদ নয়ন,মোহাম্মদ ইফতু, মোহাম্মদ ইমন,মোহাম্মদ রবিন,মোহাম্মদ রুবেল, আব্দুল্লাহ আল হাসান। ২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোহাম্মদ রিয়াজ,মোহাম্মদ সজিব, মোহাম্মদ জয় প্রমুখ।