শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

তিন মাস পর খুলল কুয়েতের মসজিদ

| প্রকাশিতঃ ১০ জুন ২০২০ | ৯:২৩ পূর্বাহ্ন


কুয়েত : মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার রোধে দেয়া বিধিনিষেধ শিথিল করে তিন মাস পর কুয়েতের মসজিদগুলো খুলে দেয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা মেনে আবাসিক এলাকা এবং কম জনবহুল অঞ্চলগুলিতে মুসল্লিদের জন্য মসজিদ খুলে দেয়া হয়।

দেশটির ইসলামিকবিষয়ক মন্ত্রী ডাক্তার ফাহাদ আল আফাসি এক বিজ্ঞপ্তিতে জানান, ১০ জুন জোহর থেকে আবাসিক এলাকা এবং কম জনবহুল অঞ্চলগুলির মসজিদগুলো ৫ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য খুলে দেয়া হয়েছে।

তিনি জানান, শুক্রবার জুমার খুতবা ও নামাজ কেবল কুয়েত সিটির গ্রান্ড মসজিদে অনুষ্ঠিত হবে। এতে শুধুমাত্র ইমাম, মুয়াজ্জিন ও কর্মীরা অংশগ্রহণ করতে পারবেন। তা সরকারি টেলিভিশনে সরাসরি প্রচার করা হবে। কুয়েত সরকারের ঘোষিত তৃতীয় ধাপে বাকি অন্য সব মসজিদে জুমার নামাজ চালু করা হবে।

মসজিদ খুলে দিলেও মুসল্লিদের জন্য বেশকিছু বিধিনিষেধ থাকছে। সেগুলো হলো আজানের ৫ মিনিট আগে মসজিদগুলো খুলতে হবে, আজানের ৫ মিনিট পর জামায়াত শুরু হবে, বাসা থেকে ওযু করে আসতে হবে, হাত জীবাণুমুক্ত রাখতে হবে, নামাজের জন্য আলাদা জায়নামাজ সঙ্গে আনতে হবে, মসজিদে, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাসায় নামাজ পড়তে হবে এবং নামাজরত অবস্থায় মাস্ক ব্যবহার করতে হবে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে গত ১২ মার্চ কুয়েতে সব মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ ঘোষণা করেছিল দেশটির সরকার। এরপর থেকে মুসল্লিরা ঘরেই নামাজ আদায় করেন।