চট্টগ্রাম: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে ৫ দিনব্যাপী আয়োজিত ই-শপ কর্মসূচির আওতাধীন উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার সফল সমাপ্তি হয়েছে। আল জাবের ইন্সটিউটস্থ শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ সরকার ও ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা বাংলাদেশে আগামী জুন ২০১৭ ইং তারিখের মধ্যে ১৫০০ উদ্যোক্তা প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে। যার বাস্তবায়ন সহযোগী হিসেবে এফ এস বি, বাংলাদেশ এবং সহযোগী পার্টনার হিসেবে ইয়াং বাংলা ও আমার দেশ, আমার গ্রাম কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ২৩ জানুয়ারি, জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং চট্টগ্রাম জেলার সমন্বয়ক রায়হান মাহমুদ-এর সমন্বয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
২৭ জানুয়ারী ৫ দিন ব্যাপী কর্মশালার সমাপনি দিনে চট্টগ্রাম জেলার সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর দপ্তর সম্পাদক রায়হান মাহমুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল জাবের ইন্সটিউট এর সম্মানিত প্রধান শিক্ষক নুরুল আমিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশসান, চট্টগ্রাম এর সহকারী প্রোগ্রামার শামসুল আলম, প্রশক্ষক মোঃ এনামুল হক, প্রশিক্ষক বিনতিয়া জামান লাবণ্য, আল জাবের ইন্সটিউট এর আই সি টি প্রশিক্ষক জনাব হোসাইন স্যার। অতিথি বৃন্দ ৫ দিন ব্যাপী কর্মসূচীতে অংশগ্রহণকারী ৩৬ জন উদ্যোক্তার ভূয়সী প্রশংসা করে, তাদের অংশগ্রহণ-কে ধন্যবাদ জানিয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। পরবর্তীতে উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট, বাংলালিংক এর সৌজন্যে উদ্যোক্তা সিম এবং সম্মানি ভাতা প্রদান করা হয়। উল্লেখ্য যে, ৫ দিন ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচীতে চট্টগ্রাম জেলার ৩৬ জন তরুণ উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপ্তির ধারাবাহিকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ই-শপ কর্মসূচীর ই-সেন্টার চালু করা হবে।গ্রামীণ অর্থনীতির উন্নয়নে ই-কমার্সের সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সরকার এই ‘ই-শপ’ কর্মসূচি হাতে নিয়েছেন। এর আওতায় দেশের প্রতি জেলায় একটি করে ই-শপ খোলা হবে। ৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে এক হাজার উদ্যোক্তাকে ই-কমার্স বিষয়ে (ই-শপ পরিচালনার) প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষক হিসেবে গড়ে তোলার এই কর্মসূচি। এসব ই-শপ যুক্ত থাকবে একটি কেন্দ্রীয় ই-কমার্স ওয়েবসাইটের সঙ্গে। এই কর্মসূচি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভাগ বাস্তবায়ন করবে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ‘ই-শপ’ প্রকল্প বাস্তবায়নে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ফিউচার সলিউশন ফর বিজনেস (এফএসবি)। এ এফএসবির ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন সাদেকা হাসান।
এ কর্মসূচির আওতায় কেন্দ্রীয় ই-কমার্স ওয়েবসাইটে ৬৪টি জেলার সব পণ্য ও সেবা কার্যক্রম দেখানোর ব্যবস্থা হবে। অনলাইনে পণ্য কেনা ও মূল্য পরিশোধের ব্যবস্থা রাখা হবে সেখানে। কর্মসূচিটির আওতায় সর্বমোট ১৫০০ উদ্যোক্তাকে ই-শপ পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর আওতায় ৬৪টি জেলায় ই-শপ প্রতিষ্ঠা এবং একটি কেন্দ্রীয় ই-শপ ওয়েবসাইট তৈরি করা হবে। যার মাধ্যমে ৬৪টি জেলায় সকল পণ্য-সেবা পৌঁছে দেওয়া যাবে।