
চট্টগ্রাম: চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র জয়দ্বীপ বড়ুয়া। ঠিক এক বছর আগে ক্যান্সারে হারিয়েছেন মাকে। জয়দ্বীপের মা ছবি বড়ুয়াকে মুম্বাইয়ের টাটা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়। সারা জীবনের সঞ্চয় ও ধারদেনা করে চেষ্টা করেছেন মমতাময়ী মাকে বাঁচাতে। কিন্তু প্রায় অর্ধকোটি টাকা খরচ করেও বাঁচানো গেল না তাকে।
মাকে হারানোর শোক কাটতে না কাটতেই বাঁশখালী আদালতের পেশকার বাবা টিটুল বড়ুয়াকে মরণদশায় দেখতে হচ্ছে ছেলে জয়দ্বীপকে। বাবার বিকল কিডনি দুটিতে ডায়ালাইসিসের প্রয়োজন হয় সপ্তাহে দুবার।
গত শুক্রবার (২১ আগষ্ট) রাতেও জয়দ্বীপের বাবার ডায়ালইসিস চলাকালে শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে ভর্তি করা হয় ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে। কিন্তু অবস্থার অবনতি দেখায় তার বাবাকে রাখা হয় লাইফ সাপোর্টে। যেখানে ৫৩ হাজার টাকা বিল আসে এক রাতে।
পরে নগরীর জিইসি মোড়স্থ মেডিকেল সেন্টারের আইসিইউতে স্থানান্তর করা হয় জয়দ্বীপের বাবাকে। মেডিকেল সেন্টার হাসপাতালের আইসিইউ ১ নাম্বার বেডে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন জয়দ্বীপের বাবা।
মায়ের পর বাবাকেওএভাবে হারাতে চাননা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এ ছাত্র। বাবাকে বাঁচতে জয়দ্বীপ চান সকলের সহযোগিতা।
জয়দ্বীপকে সহায়তা পাঠানো যাবে নিম্নোক্ত মাধ্যমে:
অমিত দেব নাথ
একাউন্ট নাম্বার : ১৪২১ ০৫১৪ ১০০
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড,
জুবলী রােড শাখা, চট্টগ্রাম।
বিকাশ নাম্বার:
০১৮৩৭২৪৬৬৪০ – অনিক দত্ত
০১৮৪৫৬৯৯৪৬৯ – প্রীতম পারিয়াল
০১৮৩২২১৯১৬৭ – অমিত দেবনাথ
০১৮৩৭৯৩৬৩০৯ – শুভ
০১৫২১৩২৬৯২০ – অনিক দত্ত
নগদ নাম্বার:
০১৮৩২২১৯১৬৭ – অমিত দেবনাথ
রকেট নাম্বার:
০১৮৩২২১৯১৬৭৫ – অমিত দেবনাথ
০১৮৩৭২৪৬৬৪০৫ – অনিক দত্ত