সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

দক্ষিণ কোরিয়ায় প্লাজমা দানে এগিয়ে আসছেন শত শত শিনচিওঞ্জি সদস্য

| প্রকাশিতঃ ৩ সেপ্টেম্বর ২০২০ | ৩:১২ অপরাহ্ন


আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় প্লাজমা দিতে এগিয়ে আসছেন দেশটির সংখ্যালঘু শিনচিওঞ্জি সম্প্রদায় শত শত সদস্য। হেভেনলি কালচার, ওয়ার্ল্ড পিস ও রিস্টোরেসন অব লাইট (এইচডব্লিউপিএল) সংগঠনের উদ্যেগে প্লাজমা দান কর্মসূচীর আওতায় অংশ নিয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধকে বেগবান করতে ভূমিকা রাখছেন তারা।

এইচডব্লিউপিএল-এর পক্ষ থেকে জানানো হয় প্রথম দফায় অন্তত ৬২৮ জন শিনচিওঞ্জি সদস্য প্লাজমা দান করেছেন। এখন চলছে দ্বিতীয় দফার কর্মসূচী। এতে অংশ নিবেন মোট ১১০০ শিনচিওঞ্জি সদস্য।

সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক কাং তায়ে হো আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানান, আমাদের প্লাজমা দান কর্মসূচীতে শত শত শিনচিওঞ্জি সদস্য প্লাজমা দান করতে এগিয়ে এসেছেন। এটি সত্যি আমাদের জন্য আনন্দের সংবাদ। তিনি জানান, জুলাই মাসের কর্মসূচীতে, স্বতন্ত্র প্লাজমা দানের প্রথম রাউন্ডে মোট ৬২৮ জন সদস্য তাদের রক্তের প্লাজমা দান করেছে।

কোভিড-১৯ মহামারী থেকে বিশ্বকে রক্ষায়, করোনা যোদ্ধাদের জন্য শিনচিওঞ্জি চার্চ অফ জেসাস এবং এইচডব্লিউপিএল তাদের দ্বিতীয় পর্যায়ের প্লাজমা কর্মসূচীর আয়োজন করেছে। ২৭ আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচীতে সম্প্রদায়ের অন্তত ১,১০০ সদস্য অংশগ্রহণ করবেন।

এইচডব্লিউপিএল আরও জানায়, কোরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের নির্দেশনা অনুযায়ী প্লাজমা কর্মসূচী পরিচালনা করা হচ্ছে কোরিয়ান রেড ক্রসের সরঞ্জাম এবং কর্মীদের মাধ্যমে। সংগৃহীত প্লাজমা কোরিয়ান জিসি ফার্মাতে উচ্চতার গবেষণার জন্য নিয়ে যাওয়া হবে।

এইচডব্লিউপিএল এবং শিনচিওঞ্জি চার্চ অফ জেসাসের চেয়ারম্যান লি ম্যান-হি কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে সদস্যদের প্লাজমা দানকে সাধুবাদ জানিয়ে উৎসাহিত করেছেন। বিশ্ব শান্তি ও সুস্বাস্থ্য নিশ্চিতের লড়াইয়ে তাদের সদস্যরা প্লাজমা দান করে শান্তির দূত হিসেবে কাজ করছেন বলে দাবী করেন তিনি।

এইচডাব্লিউপিএল-এর পক্ষ থেকে বলা হয়, সংকটের সময়ে শিনচিওঞ্জি সম্প্রদায়ের প্রতি অবিচার আর বৈষম্যমূলক আচরণের পরেও শান্তির সংস্কৃতি ছড়িয়ে দিতে এবং যুদ্ধের অবসান ঘটাতে তারা আন্তরিকভাবে কাজ করছে।