
কক্সবাজার : কেউ আর তোয়াক্কা করছে না করোনাকে। সতর্কবিধি, স্বাস্থ্যবিধি মানার গরজ যেন কমে গেছে। সতর্কতামূলক ক্যাম্পেইনের তোড়জোড়ও এখন আর দেখা যায় না। ফলে অবস্থা যা হবার তাই হচ্ছে। করোনার আপাত অবসান হয়েছে মনে হলেও দেশে করোনা আক্রান্তের সংখ্যা থেমে নেই।
এ পরিস্থিতিতে সতর্কতামূলক ক্যাম্পেইনের ধারাবাহিকতায় এবার কক্সবাজার গিয়ে স্বাস্থ্যবিধি মানার তাগিদ দিলো চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল। বিতরণ করলো দুই শতাধিক মাস্ক।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে করোনা প্রতিরোধে পর্যতকদের মাঝে এই মাস্ক বিতরণ করেন।
এসময় ফিল্ড হাসপাতালের প্রধান উদ্দোক্তা ও নির্বাহী ডা. বিদ্যুত বড়ুয়া বলেন, সুস্থ থাকলে পরিবার পরিজন নিয়ে ঘোরাঘুরি। তাই করোনা ক্রান্তিকালে সুস্থ থাকার জন্য মাস্কের বিকল্প নেই। তিনি সকলকে মাস্কসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
এসময় ফিল্ড হাসপাতালের মানবিক ভলান্টিয়াগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, করোনা ক্রান্তিকালে জনসাস্থ্য বিশেযজ্ঞ ডা বিদ্যুৎ বড়ুয়া নাভানার সহযোগিতায় বাংলাদেশের প্রথম ফিল্ড হাসপাতাল চট্টগ্রামে প্রতিষ্ঠিত করেন। ১৩২ দিনে ফিল্ড হাসপাতাল প্রায় ১৬ শ’ রোগীকে মানবিক সেবা দিয়ে দেশ-বিদেশে প্রশংসিত হয় হাসপাতালটি।