মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা

| প্রকাশিতঃ ২৯ সেপ্টেম্বর ২০২০ | ৪:১৭ অপরাহ্ন


ঢাকা : শ্রীলংকার বিপক্ষে প্রতিক্ষার টেস্ট সিরিজটি আরও একবার স্থগিত হয়েছে। করোনার কারণে নির্ধারিত এফটিপি অনুযায়ী সিরিজটি মাঠে গড়ায়নি। অক্টোবরে দুই বোর্ড সিরিজটি আয়োজনের ব্যাপারে আশাবাদী ছিল। কিন্তু শ্রীলংকার কোয়ারেন্টাইন শর্ত মেনে সফর করবে না বাংলাদেশ।

তবে সিরিজটি পরে হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। কোয়ারেন্টাইনের শর্ত শিথিল হলে বিসিবি টেস্ট তিনটি খেলতে যাবে বলে জানিয়েছে। লংকা সফর স্থগিত হলেও মার্চে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে এবং টি-২০ সিরিজটি অবশ্য হচ্ছে। মঙ্গলবার নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সূচি ঘোষণা করেছে ওই সিরিজের।

নিউজিল্যান্ড তাদের গ্রীষ্মে টানা চার মাস খেলার মধ্যে থাকবে। প্রথমে ২৭ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এডেন পার্কে টি-২০ সিরিজ শুরু করবে কিউইরা। ২৮ মার্চ সেডন পার্কে বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজ দিয়ে শেষ করবে টানা ওই ক্রীড়া আয়োজন। এর মধ্যে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সফরে যাবে টেস্ট ও টি-২০ খেলতে।

সূচি অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-২০ সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ওই সিরিজের পরে পাকিস্তান যাবে নিউজিল্যান্ডের মাটিতে। তারাও তিনটি টি-২০ ও দুটি টেস্ট খেলতে মাঠে নামবে। অস্ট্রেলিয়া কিউই সফরে গিয়ে পাঁচটি টি-২০ খেলবে। বাংলাদেশ খেলবে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডে খেলবে ১৩ মার্চ। এরপর ১৭ ও ২০ মার্চের ম্যাচ দিয়ে শেষ করবে ওয়ানডে সিরিজ। টি-২০ সিরিজ মাঠে গড়াবে ২৩ মার্চ। দ্বিতীয় ম্যাচটি ২৬ ও সিরিজের শেষ ম্যাচটি হবে ২৮ মার্চ।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা করোনাকালে ঘরের মাঠে টানা এই সিরিজ আয়োজন নিয়ে বলেছেন, ‘পাঁচ-ছয় মাস পরে অনেক কঠিন সময় এবং অনিশ্চয়তা কাটিয়ে আমি সিরিজের ঘোষণা দিতে পেরে উচ্ছ্বসিত। আমাদেরকে সহায়তা করার জন্য নিউজিল্যান্ড সরকারকে ধন্যবাদ। দুটি কারণে সিরিজটি আয়োজন করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একটা আন্তর্জাতিক ক্রিকেট আমাদের আয়ের উৎস। যে আয় দিয়ে ক্রিকেটের অন্যান্য খরচ চলে। দ্বিতীয়ত, ক্রিকেটের যারা ভক্ত আছেন তাদের খেলা দেখার কিছু সুযোগ করে দেওয়া।’